
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী বলেছেন, ২৪ এর চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। সেদিন বহু মানুষের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি এসেছে, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশকে ভালো একটি জায়গায় নিয়ে যেতে হবে। সংস্কারটা আমাদের চিন্তার জায়গা থেকে করতে হবে। ২০২৪ সালে এসেও মানুষকে তার অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে। আওয়ামী সরকারের শাসনামলে আবরার হত্যাসহ বিভিন্ন অন্যায়, অবিচার, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন, অধিকারহীনতা দিন দিন বিশাল মহীরুহে পরিণত হয়েছে।
তিনি আজ ১৬ ডিসেম্বর (সোমবার) সকালে চট্টগ্রাম মহানগর এনডিএমের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মিউনিসিপ্যাল মডেল স্কুলে শহীদ মিনারে পুষ্পস্তবক শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এ বছরের বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের দিন। মাত্র চার মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল, দেশের সবাই মিলে একজোটে হুংকার দিয়ে উঠলো, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করেছে ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থান। যে হাজার হাজার শহীদ এবং আহতদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ-অভ্যুত্থান সম্ভব হলো তাদের সবাইকে স্মরণ করি এবং আজ এবারের মহা বিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর।
চট্টগ্রাম মহানগর এনডিএম এর সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দীন, মহানগর দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, আবদুল হামিদ, আরিফ মঈন উদ্দিন, রমজান আলী, মো: ইলিয়াছ, সুমন দাশ বিজয়, মো. মিনহাজ, সামশুন নাহার, মো: আজগর, জসিম উদ্দিন, ডা: কামরুল ইসলাম, মো: রেজাউল, মো: কায়সার, মো: আরাফাত, মো: সাহাফুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: ওয়াহিদ হৃদয়, মো: জানে আলম, মো: ইকবাল, মো: জাহেদ, মো: রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।