এলডিপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান বিজয় দিবস, বিজয় র‌্যালী সহকারে উদযাপিত

নিউজগার্ডেন ডেস্ক: এলডিপি চট্টগ্রাম মহানগরের আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলম বলেছেন, বিজয়ের দীর্ঘ ৫৩ বছর পরও ভৌগলিক স্বাধীনতা অর্জন করলেও গণমানুষের প্রত্যাশা পূরণ হয়নি। পতিত স্বৈরচার দীর্ঘ সতের বছর আধ্যিপত্যবাদী ভারতের মদদে প্রার্থীবিহীন, ভোটার বিহীন ডামি নির্বাচন করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগিত করে একদলীয় আওয়ামী কর্তৃত্ববাদী শাসন কায়েম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি আজ ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০ টায় শাহ আমনত মার্কেট চত্ত্বরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে বিজয়া র‌্যালী প্রাক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বিজয় দিবস উপলক্ষে সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শাহ আমানত মার্কেট হয়ে নগরীর নিউ মার্কেট কোতোয়ালী মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা মোড়ে র‌্যালি সমাপ্ত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য দোস্ত মোহাম্মদ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর এলডিপির সিনিয়র সদস্য নুরুল আজগর চৌধুরী, মো: মুসা, মো: আমিন, কোতোয়ালী থানা এলডিপির সভাপতি সাঈয়েদ আহমদ, কোতোয়ালী এলডিপির সাধারণ সম্পাদক আকরামুল করিম ইমন, খুলশী থানা এলডিপির আহবায়ক মো: ইউসুফ, যুগ্ম আহবায়ক মো: জাহাঙ্গীর আলম, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আজাহারুল ইসলাম অপু, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিএম ছায়েদুল হক, গণতান্ত্রিক ওলামাদল চট্টগ্রাম মহানগরের আহবায়ক মো: শাহ আলম, মো: ওসমান, আবুল হায়াত নকশবন্দি, মহানগর গণতান্ত্রিক যুবদলের মো: এনাম উদ্দিন, মো: করিম, মো: তৈয়ব আলী, নুরুল আমিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, হাজী মো: আরিফ, ফরহাদ রানা, শাহাব উদ্দিন, গণতান্ত্রিক যুবদল বায়েজিদ থানার আহবায়ক মো: সেলিম, যুগ্ম আহবায়ক মো: মাসুদ, সদস্য সচিব মো: রাশেদ, গণতান্ত্রিক যুবদল বাকলিয়া থানার আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব মো: রুবেল, গণতান্ত্রিক ছাত্রদলের জাহিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন