বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না: আবুল হাশেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিগত আওয়ামী সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত দিয়েছে, জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিনত হয়েছে। এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই। বিএনপি আজ অনেক শক্তিশালী। বিএনপিকে যারাই ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়েছে। বিএনপি কোথায় আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায়? তাই বিএনপিকে থামানোর চেষ্টা করবেন না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সংসদ দেখতে চায়। বিএনপি বিগত দিনে অনেক ত্যাগ শিকার করেছে। প্রয়োজনে আবারও ত্যাগ শিকার করতে রাজি আছে।

তিনি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে নগরীর বক্সিরহাট পোষ্ট অফিস গলিতে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের রাজনীতি কেমন হবে তার সিদ্ধান্ত নিবেন জনগণ। দেশের গণতন্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। কেউ বলে দিতে পারে না আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কি হবে। এ সিদ্ধান্ত দিবে বাংলাদেশের জনগণ। এ সিদ্ধান্ত অন্য কেউ দেওয়ার কোনো সুযোগ নেই।

বক্সির হাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মুফিজ উল্লাহর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারুর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা হাজী বেলাল হোসেন, হাজী নুরুল আক্তার, হাজী জসিম উদ্দিন মিন্টু, বিএনপি নেতা হাজী ফরিদ উদ্দিন, সৈয়দ আবুল বসর, সাইফুল ইসলাম সেলিম, নাজমুল হোসেন ফিরোজ, এম এ হাসেম, আবুল কালাম, ফেরদৌস ওয়াহিদ, আবদুল খালেক, নুরুল আলম মজনু, শাহজাহান সরদার, সমসের আলী, মো. সেকান্দর, নুরুল আফসার, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. ইদ্রিস আলম, দিদারুল ইসলাম, এন মোহাম্মদ রিমন, মামুনুল ইসলাম, আইয়ুব আলী, মো. ফোরকান, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিন চৌধুরী, মো. আদনান, মো. খোকন, মো. আরাফাত, মো. কবির, মো. মানিক, মো. জুয়েল প্রমূখ।

মন্তব্য করুন