
নিউজগার্ডেন ডেস্ক: ১৮ জানুয়ারী, ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিতে ২০২৫ইং ও ২০২৬ইং দুই বছরের জন্য “শান্তিবাগ আবাসিক এলাকা কল্যাণ পরিষদের” কার্য নির্বাহী কমিটি গঠিত হয়।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ হলেন সভাপতি: ফখরুদ্দিন আহমেদ, সহ সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি মো: সাহাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ (টিটু), সহ-সাধারণ সম্পাদক : জনাব এ.এইচ.এম.কুতুব উদ্দিন চৌধুরী (নোবেল), অর্থ সম্পাদক এ কে এম মঈনুল হক (টিটু), সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান (সুমন), তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মাহাবুবুল হক (শাহেদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শরফুন নূর (মিশু), সদস্য মো: মুসলিম উদ্দিন, মো: তাজুল ইসলাম (রানা), মো: ইকবাল হোসেন, আবদুল জলিল (মিলন), মো: ওয়াহিদুল হক (রুবেল), ফখরুল হাসান (বাবু) প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন আবদুল মান্নান চৌধুরী (আহবায়ক অন্তবর্তী কালীন পরিষদ), উক্ত সভায় পরিষদের সদস্যদের স্বতঃস্ফূর্ত ও সর্বোচ্চ উপস্থিতি ছিল এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।