মানবতার সার্বিক কল্যাণ ইসলামী অনুশাসনের মধ্যেই নিহিত: হেলালী

নিউজগার্ডেন ডেস্ক: মানবতার সার্বিক কল্যাণ ইসলামী অনুশাসনের মধ্যেই নিহিত। ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশ ও সমাজে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

২৪ জানুয়ারি রাতে সাতকানিয়ার উত্তর কান্চনা হাফিজুল কোরআনুল কারিম ও দারুল এতিমখানা এবং দারোগারা সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, “ইসলামের অনুশাসন মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, শান্তি ও কল্যাণ নিশ্চিত করে। ইসলামী মূল্যবোধকে জীবনে ধারণ করলে সমাজে নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব।”

মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ আলম, মাওলানা মুহাম্মদ আবুল মান্নান শামসী এবং মাওলানা রিয়াদ ফায়সাল।

আলোচনায় বক্তারা সমাজে ইসলামী অনুশাসনের গুরুত্ব তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান জানান। মাহফিলে উপস্থিত সকলের প্রতি ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানিয়ে তারা বলেন, “মানবতার সেবা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা ইসলামের মূল শিক্ষা।”

অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন শ্রেণির লোকজন অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন