‘আল্লাহর একাত্মাবাদ, রিসালাত ও বেলায়াতের আদর্শকে ব্যক্তি জীবনে ধারণ করতে হবে’

নিউজগার্ডেন ডেস্ক: গত বৃহস্পতিবার ১৬ জানুয়ারি, কচুয়া, চাঁদপুর, তুলাতুলী মাজার প্রাঙ্গণে নূরন্নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর দুনিয়ায় নূরাণী শুভাগমণ উপলক্ষে ক্বারী বশির উদ্দিন (রহ.)-এর স্মরণে ৬২তম আল্লাহ আল্লাহ যিকির ও নূরাণী রহমতি মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা এমরান হোসেন ও হাফেজ ক্বারী মোঃ রহমত উল্লাহ।

উক্ত মাহফিলে সভাপতি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আবদুচ ছোবহান আল-ক্বাদেরী। প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন। বক্তা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা বাহাউদ্দিন ক্বাদেরী। বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি শাহ্ আলম জিহাদী বলেন, আল্লাহর একাত্মবাদ, রিসালাত ও বেলায়েতের আদর্শকে ধারণ করে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এ তিন ধারাকে ধারণ করলে সমাজে শান্তি বয়ে আসবে। সিনিয়র প্রভাষক হযরত মাওঃ মানছুর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন খতিব হযরত মাওঃ তারেক মনোয়ার, উপাধ্যক্ষ হযরত মাওঃ ছানা উল্লাহ নূরী। ওয়ায়েজ করেন হযরত মাওঃ হাজী জাহাঙ্গীর হোসাইন, হযরত মাওঃ মোফাজ্জল হোসেন, হযরত মাওঃ হাবিবুর রহমান আল-ক্বাদেরী, হযরত মাওঃ সাদ্দাম হোসেন আজাদ, মোঃ তাফাজ্জল হোসেন।

এতে উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, মোঃ জুয়েল হোসেন, মোঃ আমিনুল ইসলাম মালেক, মুক্তিযোদ্ধা সহিদ মহিবুল্লাহ, মোঃ সোহাগ হোসেন, মোঃ অহিদুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ ইয়াছিন, ইঞ্জিনিয়ার মোঃ এমরান হোসেন (কামাল), মোঃ শারফিন হোসাইন, মোঃ হাবিবুন নবী সুমন, মোঃ সেলিম, মোঃ জামাল হোসেন প্রমুখ।
যিকির পরিচালনা করেন হযরত মাওঃ হাফেজ আবুল হোসেন।

এলাকার গুণী মানুষ হযরত মাওলানা সুজাত আলী (রহ.), বিগ্রেডিয়ার মরহুম আবিদ ও মরহুম খলিলুর রহমানসহ তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মীর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরিশেষে মিলাদ আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়।

মন্তব্য করুন