
নিউজগার্ডেন ডেস্ক: গত ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার সকাল এগারটায় ও আর নিজাম রোড আবাসিক এলাকার ৯ নং রোডে অবস্থিত প্রেস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ এর গ্র্যান্ড ওপেনিং সেরেমনি অনুষ্টিত হয়ে গেলো উক্ত প্রতিষ্ঠানের ও আর নিজাম রোডের ক্যাম্পাস এ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মসরূর উদ্দীন আনওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সভাপতি এস এম ইফতেখারুল আজম, নর্থসাউথ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ও ইন্টারন্যাশনাল রিসার্চ সেল অফ পি আই এস বি এর প্রধান জনাব নুরুল আনোয়ার, প্রতিষ্ঠানের এডভাইজার লায়ন সাজ্জাদ উদ্দিন ও প্রেস্টনের চেয়ারম্যান ইশরাত জাহান।
অনুষ্ঠানের শুরু হয় কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা ও প্রেস্টন পতাকা উত্তোলন ও পায়রা ও বেলুন অবমুক্তির মাধ্যমে।
ডাক্তার শাহাদাত ছাত্র ছাত্রীদের মেধার বিকাশে খেলাধুলা, সুষম খাবার, পরিচ্ছন্নতা ও সততার দীক্ষার উপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন প্রতিটি বিদ্যালয়ে অন্তত একজন সাইকোলজিস্ট নিয়োগ প্রয়োজন যাতে শিশুদের মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধন সম্ভব হয়।
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মসরূর আনওয়ার সুইমিং পুল, টার্ফ, ওপেন কিচেন ও ওপেন লাইব্রেরি ও ইন ডোর খেলাঘরের পাশাপাশি ইন্টারন্যাশনাল রিসার্চ সেল তৈরির মাধ্যমে প্রেস্টনিয়ান ফিলোসফি চর্চার উপর গুরুত্বারোপ করেন, তিনি আরো বলেন চতুর্থ শিল্পবিপ্লবের জন্য নেতৃত্ব তৈরির কোনো বিকল্প নেই, তাই প্রেস্টন সামাজিক ও আদর্শ ব্যক্তিত্ব তৈরীতে জোর দেবে।
অন্যান্যদের মধ্যে লায়ন সাজ্জাদ উদ্দিন, চেয়ারম্যান, ওফেলিয়া গ্রূপ, কানিজ ফাতেমা, মারিয়াম মুসনাদ, অধ্যাপক ইফতেখার আজম, অধ্যাপক নুরুল আনোয়ার, ইশরাত জাহান, চেয়ারম্যান, প্রেস্টন ইন্টারন্যাশনাল ষ্কুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীরা সনদ লাভ করে ও প্রেস্টন কার্নিভালে অংশ নেয়।