
জুলাই—আগস্ট বিপ্লবের মধ্যে অর্জিত সফলতা অর্থবহ করে তুলতে ইসলামের সুমহান দাওয়াত সকলের মাঝে পৌঁছিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
শনিবার নগরীর একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন অরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
চান্দগাঁও থানা সহ—সেক্রেটারি মো. আজাদ চৌধুরীর সঞ্চালনায় ও থানা আমীর মো. ইসমাইলের সভাপতিত্ব অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই—আগস্ট বিপ্লবের মধ্যে অর্জিত সফলতা অর্থবহ করে তুলতে হলে ইসলামের সুমহান দাওয়াত সকলের মাঝে পৌঁছিয়ে দিতে হবে। পাশাপাশি বার্ষিক পরিকল্পনার বিশদ বিশ্লেষণ করে তা বাস্তবে রূপ দেওয়ার কর্ম কৌশলও বর্ণনা করেন
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর কর্মীরা ৪ দফা কর্মসূচির আলোকে ব্যক্তিগত ও সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবে রূপ দেওয়া ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মোহাম্মদ ইউনুস ও সাংগঠনিক সেক্রেটারি, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন চান্দগাঁও থানা আমীর মো. ইসমাইল।
এতে আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন, থানা সেক্রেটারি মো. জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি আবদুল কাদের পাটোয়ারী, যুব বিভাগ সেক্রেটারি ড. মো. জাকির হোসেন হাওলাদার, নগর উন্নয়ন সেক্রেটারি মো. মুজিবুর রহমান, ওমর ফারুক, মো. ইসমাইল, ওলামা বিভাগ সেক্রেটারি হাফেজ আবদুল আজিজ মো. শোয়াইব এবং অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল হোসেন।