
নিউজগার্ডেন ডেস্ক: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পল্লী চিকিৎসকরা মানুষের বিপদের বন্ধু। তারা প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও নিন্মআয়ের মানুষদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সাথে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সুস্থ্, দক্ষ মানবসম্পদ গড়তে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পল্লী চিকিৎসকরা বড় ভূমিকা রাখতে পারে। সমাজকে মাদক ও ধূমপানমুক্ত রাখতে পল্লী চিকিৎসকরা জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে রোগীর সংখ্যা অনেকাংশে কমে যেতে পারে। রাষ্ট্রের মালিক জনগণ। মালিক হিসেবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।পল্লী চিকিৎসকরা হলেন আমাদের সমাজের কাছের সেবক। এদের মাধ্যমে আমরা সেবা পেয়ে থাকি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সংগঠনটি গঠন করেছিলেন। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের নেতৃবৃন্দকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে সার্বিক সহযোগিতা করতে হবে। সুদক্ষ পল্লী চিকিৎসকদের সম্মানের সাথে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২৬ জানুয়ারি (রবিবার) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম মহানগর এর আহবায়ক কমিটির উদ্যেগে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ডা. মো: জাকির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: ছরওয়ার হোছাইন, যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ ফোরকান, সদস্য সচিব ডা. মুহাম্মদ ইব্রাহীম,
মহানগর যুবদল নেতা মোঃ আলিফ উদ্দিন রুবেল, মোঃ খাইরুল ইসলাম সেহাগ, ডাঃ ফারুক উদ্দিন খান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মহিউদ্দিন মোঃ ফরিদুল আলম, মোঃ ঈশান, মোঃ তারিকুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ, মিস হাফসা মিম সহ আরো অনেক নেতৃবৃন্দ।