নির্বাচ‌নের মাধ্যমে জনগ‌নের সরকার প্রতিষ্ঠা কর‌তে হবে: বক্কর

 

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা। নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা এখন জরুরি। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষাকবচ। আজ আমাদের সামনে সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। আমরা যেন এই সুযোগ হেলায় না হারাই। আমাদেরকে পাহারাদার হয়ে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। নির্বাচ‌নের মাধ‌্যমে জনগ‌নের সরকার প্রতিষ্ঠা কর‌তে হ‌বে।

তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকেলে নগরীর সিএন্ডবি শাপলা ক্লাবের পাশে মোহরা ছালেহ আহমদ চৌধুরী বাড়ি শহীদ জিয়া আদর্শ সংঘের পক্ষ থেকে ৫০০ গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।

আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা অতি দ্রুত দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই বছর আগে যে ৩১ দফা দিয়েছিলেন তার একটি দফা ছিল নিরপেক্ষ নির্বাচন। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। ওই ভোটে যারা জয়ী হবেন তাঁরাই দেশ চালাবেন। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আমরাও সংস্কারের পক্ষে, তবে সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালোভাবে নেবে না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু যত ষড়যন্ত্র হয়েছে বিএনপি তত শক্তিশালী হয়েছে। আমাদের কোনো নেতা পালিয়ে যাননি। জেল জুলুম সহ্য করে রাজপথে থেকেছেন।

শহীদ জিয়া আদর্শ সংঘের সভাপতি মো. রুবেলের সভাপতিত্বে ও আমিন উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নাছিম চৌধুরী, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গুলজার হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মো. হাসান, বাকলিয়া যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম কুতুবী, সংগঠনের জাকির হোসেন, জসিম উদ্দিন, মাহাবুব আলম, মো. লিটন, মো. রানা, মো. রনি প্রমূখ।

মন্তব্য করুন