স্বৈরাচারি সরকার আমার সাড়ে তিন বছর কেড়ে নিয়েছে: ডা. শাহাদাত হোসেন

নিউজগার্ডেন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকার ভোট জালিয়াতির মাধ্যমে রেজাউল করিম চৌধুরীকে মেয়র করে আমার সাড়ে তিন বছর কেড়ে নিয়েছে। তাই পাঁচ বছরের কাজ এখন দেড় বছরের মধ্যে করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরী মিলনায়তনে চট্টগ্রাম মহানগর মহিলাদলের উদ্যোগে দুস্থ অসহায় মহিলাদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়েছি। এখনো সরেজমিনে যাচ্ছি। কারণ সাড়ে তিন বছর স্বৈরাচারি সরকার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মাত্র দেড় বছর সময় পেয়েছি, সেখানের মধ্যে এখন তিন মাস চলে গেছে। আর মাত্র ১৩ মাস আমার বাকি আছে। কাজেই আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে।

তিনি বলেন, যে কাজ আমাকে পাঁচ বছরে করার কথা ছিল, সেই কাজ এখন দেড় বছরের মধ্যে করতে হবে। যার কারণে সকাল থেকে রাত ২টা পর্যন্ত আমাকে ঘুরতে হচ্ছে। তাই আপনাদের সঙ্গে আগে যেভাবে কথা হতো, সেটা এখন করতে পারছি না। তবে আপনাদের প্রতি আমার যে সহমর্মিতা থাকার কথা সেটা এখনো আছে।

টিসিবির কার্ডের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, আগেকার সময়ে আওয়ামী লীগ যেভাবে এক পরিবার থেকেই দু-তিনজনকে দিয়েছে, এবার সেভাবে হবে না। এক পরিবার থেকে শুধুমাত্র একজন হবে। দুজন হলেই ওই কার্ড বাতিল হবে। তাই এক পরিবার থেকে দুজন দিতে পারবেন না।

মহিলা দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের কথা স্মরণ করে তিনি বলেন, মহিলারা অনেক কষ্ট করেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি যখন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন তখন একমাত্র আপনারাই (মহিলা দল) আমার সঙ্গে রাজপথে ছিলেন। গত ১৬ বছর আপনারা অনেক মামলা খেয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, পরিবারকে সময় দিতে পারেননি। আপনারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।

চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজার পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সহ সভাপতি মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নী, যুগ্ম সম্পাদক শামসুন নাহার প্রেমা, জাহানারা বেগম, সহ সাধারণ সম্পাদক রোকসানা বেগম মাধু, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ, পারভিন আকতার ফারহানা, মহিলাদল নেত্রী রানী বেগম, মনি বেগম, তানিয়া আকতার, হেনা, মনোয়ারা বাবুল, আলতাজ বেগম, সানজিদা ফয়সাল, রুমা বেগম, হাসিনা আকতার, আকলিমা আকতার মনি প্রমুখ।

মন্তব্য করুন