চট্টগ্রাম মেরিন একাডেমিতে অভিভাবক সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৬০তম ব্যাচ ক্যাডেটদের অভিভাবকদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (৯ফেব্রুয়ারি ২০২৫) সকালে চট্টগ্রামস্থ বাংলাদেশ মেরিন একাডেমির অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো: ইবনে কায়সার তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও সভায় বক্তব্য রাখেন ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, নৌপ্রকৌশলী আতিকুর রহমান, খালিদ মাহমুদ, লে: কমান্ডার কাজী ইফতেখার হোসেন, নৌপ্রকৌশলী আজিজুর রহমান, আনোয়ারুল ইসলাম, আসাদুজ্জামান,আবু সাদত আমানুল্লাহ, জিন্নাত আরা নাছরিন, মোহাম্মদ শফিকুল আলম, কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, মোহাম্মদ নেজাম উদ্দিন, রিপন কান্তি দে, রফিকুল ইসলাম, ফরিদ আহমেদ খান, পিয়াস ইমাম, আমিরুল ইসলাম।

 

মন্তব্য করুন