নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে: বেলায়েত হোসেন বুলু

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, ১৬বছর ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে ছিলাম। আমাদের হাজার হাজার নেতাকর্মী শহিদ হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে। ৫০লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে সকল রক্তচক্ষু উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। সকল অত্যাচার, নির্যাতন-নিপীড়ন সহ্য করে জনগণের দাবি আদায়ে আমরা বিন্দুমাত্র পিছুপা হয়নি। সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের অসংখ্য নেতাকর্মী শহিদ হয়েছে। অনেকে আহত ও পঙ্গুত্ব বরণ করেছে।

তিনি আরও বলেন, আমাদের ১৬বছরের আন্দোলন-সংগ্রামের মূল দাবি ছিল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়া। তাই অন্তবর্তী সরকারকে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। তাদের পছন্দ দলকে নির্বাচিত করবে। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না,জিয়া পরিবারকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। তারেক রহমান নিয়ে ষড়যন্ত্র করবেন না। কিভাবে ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করতে হয় তা আমরা জানি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সদরঘাট থানা স্বেছাসেবক দলের ‘কর্মী সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ বলেন, বিগত দিনে যারা দলের পদে থেকে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেনি। আগামী দিনে তারা মূল্যায়িত হবেনা। যারা দায়িত্ব নিয়ে রাজপথে ছিল। জেল-জুলুম, হামলা-মামলা সত্ত্বেও দলীয় কর্মসূচিগুলোকে সর্বাত্মকভাবে সফল করেছিল। এই ধরণের ত্যাগী ও পরিশ্রমি নেতাকর্মীদের দায়িত্ব দিয়ে আমরা স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবো। যারা আগামী দিনে দেশনায়ক তারেক রহমান হাতকে শক্তিশালী করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন সে লক্ষ্য পূরণে সর্বস্তরের নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে।

সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ারুল আবেদিন মুন্না’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রকি, এম. আবু বক্কর রাজু, জাহিদুল ইসলাম, কামাল হোসেন সামির,সহ-ক্রিয়া সম্পাদক শরিফুল ইসলাম রানা, সাইফুল ইসলাম, জাকির হোসেন মিশু। বক্তব্য রাখেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মোনাফ টুটুল, আল আমিন, পারভেজ পারু,শেখ আলম রাজু, সদস্য ইব্রাহিম খলিল, ফয়েজ আহমদ বাপ্পি, মো. মুরাদ, রাব্বি, মেহেরাজ, শওকত প্রমুখ।

মন্তব্য করুন