জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিএনপি কাজ করছে: এরশাদ উল্লাহ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে আমাদের স্বার্থপর হতে হবে। কারণ গত ১৭ বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। কারও কারণে সেই অবস্থান নষ্ট হতে দেওয়া যাবে না। প্রশাসন, ব্যাংক, বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশে সকল পর্যায় লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকদের কোন ডাটাবেজ নেই। ভবিষ্যতে এটা তৈরি করে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা হবে। দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে বিএনপি কাজ করছে।

তিনি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) রাতে নগরীর মোহরা ৫ নং ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। ক্ষমতা আরও ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। টানা সাড়ে ১৫ বছর শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে। জুলাই অভুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে। দেশপ্রেম নয় তারা ক্ষমতার মোহে আচ্ছন্ন ছিল। তাই ক্ষমতার লোভ তাদের ধ্বংসের পথে নিয়ে গেছে।

৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে, ৫ ওয়ার্ড বিএনপি নেতা ফিরোজ খান ও বিএনপি নেতা দিদারুল ইসলাম হিরামনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সেহাব উদ্দিন আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য জাফর আহমদ, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য মো: আজম, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য আশ্রাফুল ইসলাম, চান্দথানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া প্রমুখ।

মন্তব্য করুন