
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, একটি গোষ্ঠী ক্ষমতার মোহে নিজেরা স্বৈরাচারের মতো কথা বলছে। সংষ্কারের নাম করে কোনো অবস্থাতেই নির্বাচনী ব্যবস্থাকে পেছানোর সুযোগ নেই। ভূল পথে গেলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না, স্বৈরাচারের মতো অবস্থায় পড়তে হবে। দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় আনতে সক্ষম হবে। নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে। শেখ হাসিনার বিচারের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই।
তিনি মঙ্গলবার (১১ মার্চ) বিকালে বিশ্ব কলোনী এ ব্লকস্থ আকাশ কনভেনশন সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে জে এ এম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আকবরশাহ থানা বিএনপির উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারের দোসররা বাংলাদেশে বসে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা বাংলাদেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়। আমরা কোনো অবস্থাতেই এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না।
আকবর শাহ্ থানা বিএনপির সাবেক সহ সভাপতি রেহান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও থানা বিএনপির নেতা নাছির উদ্দিন ও আবদুল হাকিমের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকবর শাহ বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার সেলিম। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুর রহমান খান, গোলাম কিবরিয়া গোলাম, মো. সজল, মো. বেলাল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাহেদ আকবর, আমিন উল্লাহ, শেখ সেলিম, ইলিয়াছ খাঁন, মো. হাসান, জসিম উদ্দিন, মো. ওয়াসিম, নাছির উদ্দিন সোহেল, সাদ্দাম হোসেন, তোফায়েল আহমদ, মো. রিপন, মো. রনি, সুমন বডুয়া, মহরম আলী প্রমূখ।