
চট্টগ্রাম বায়েজিদে পুলিশের বিশেষ অভিযানে মোঃ আলমগীর নামের এক আসামিকে আটক করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) রাত আনুমানিক ১ টার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি পশ্চিম শহিদ নগর বজল আহমেদের ছোট ছেলে বায়েজিদ থানা মোটরচালকলীগের কোষাধ্যক্ষ মো: আলমগীর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সে মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িত। বর্তমানে সে ৫ আগস্ট পরবর্তী বিএনপির নাম নিয়ে এসব অপকর্মে জড়িত।
অক্সিজেন, রৌফাবাদ এলাকায় একটি গ্যাং পরিচালনা করে অপকর্ম করে যাচ্ছে মো: আলমগীর।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটকের বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ফোন কেটে দেন।
খবরটি পড়েছেনঃ ৬৯