
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে ও সদস্য মো: ইব্রাহিমের পরিচালনায় গাজায় চলমান গণহত্যা বন্ধ ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদল।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে কলেজ ক্যম্পাস হয়ে আন্দরকিল্লা মোড়ে এসে সম্পন্ন হয়।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ বলেন, ইসরাইলি ইহুদিগোষ্ঠী নেতানিয়াহু গাজা ও রাফায় শিশুদের টার্গেট করে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। প্রতি বছর রমজান এলেই সেখানে আগ্রাসন বাড়ে, হত্যা চলে। মা-বোন, সাংবাদিক, চিকিৎসক কারোরই রেহাই নেই। গোটা বিশ্বের বিবেক আজ এই বর্বরতার বিরুদ্ধে জেগে উঠেছে। অথচ নেতানিয়াহু নির্লজ্জের মতো যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করছে।
খবরটি পড়েছেনঃ ২১