
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমাদের আগামীদিনের রাষ্ট্র পরিচালনার মুলমন্ত্র। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল এখানে অনেকে দলের জন্য শ্রম দিচ্ছে। কাজ করে যাচ্ছে। সেই হিসাবে আমিও আপনাদের পাশে আছি এবং থাকব।
তিনি আজ ১৮ অক্টোবর (শনিবার) ১৩ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদল’র উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেব জনসাধারণের মাঝে ধানের শীষ প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুবসমাজই তারুণ্যের শক্তি ও দেশের সমৃদ্ধি। তরুণদের রক্তে সিক্ত হয়েই জন্ম নিয়েছিল জুলাই বিপ্লব এবং সেই চেতনা আজ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। দেশ এখন নির্বাচনী ট্রেনে। আপনারা সকলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করুন। আপনারা আমাদের দেশের জন্য এক অসীম শক্তি। সেই শক্তি দেশের উন্নয়নের জন্য, সঠিক পথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য।
ওয়ার্ড যুবদলের আহবায়ক বাদশা আলমগীরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল সাবেক সহ সাধারণ সম্পাদক শাহাজালাল পলাশ, অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরশি মল্লিক ছাত্রদল আহবায়ক ওমর ফারুক। আরো উপস্থিত ছিলেন খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস মুন্না, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, আব্দুল হামিদ পিন্টু, মহিলা দলের সভাপতি মনি আক্তার, সাধারণ সম্পাদক কমলা বেগম, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ রনি,জামাল, ইন্জিনিয়ার মুসা,আমির, রাসেল, সাত্তার, জাবেদ, এডভোকেট রাজুওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল,বাবু ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রুবেল, এডভোকেট সোহেল, শাকিল, রাজু,তিশান সহ অসংখ্য নেতৃবৃন্দ।









