
নিউজগার্ডেন ডেস্ক: কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে। যখন ভোটাররা তাদের ভোট দেওয়ার ক্ষমতা সঠিকভাবে প্রয়োগ করতে পারে না, তখন রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়, যা প্রতিবাদ, বিক্ষোভ এবং অন্যান্য অস্থিতিশীল পরিস্থিতিকে উস্কে দিতে পারে।
তিনি আজ ৩১ অক্টোবর (শুক্রবার) বিকালে ২৫নং রামপুর ওয়ার্ডে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম সভাপতিত্বে ও হালিশহর থানা ছাত্রদলের আহবায়ক মো:শাহাদাত হোসেন জুয়েল এর সঞ্চালনায় প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শহিদ মোহাম্মদ চৌধুরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব একেএম ফজলুল হক সুমন, বিশেষ অতিথি ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো: আলমগীর,৪৬ নং সাংগঠনিক ওর্য়াড বিএনপি নেতা মো:জহুর,হালিশহর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোমিনুল হক মুন্না,আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো:হায়দার আলী খান,মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান দুলাল।এতে বক্তব্য রাখেন ৪৬নং ওর্য়াড বিএনপি নেতা মো:তাহের, মো:মঞ্জুর আলম, মো: মনির, যুবদল নেতা আব্বাস উদ্দিন রানা,রফিক আলম, মো: আশফাকুর রহমান তামজিদ,তারেক মুন্না,সেচ্ছাসেবক দল নেতা মো:ফারুক এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রহমান,যুবদল নেতা খালেদ রাব্বি,হারুন, বেলাল,ফারুক,দেলোয়ার,আহমদ, মোহাম্মদ ফিরোজ আলাউদ্দিন, জুবায়ের, চুন্নু, সাকিব, রামিম, দিদার, আহাদ সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাএদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।









