ধোপাছড়ীতে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার আক্রমন

ওসমান চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়নে আমন ধান ক্ষেতে কারেন্ট পোকার ব্যাপক আক্রমনে কৃষকের মাথার হাত।
ধোপাছড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সরজমিনে খোঁজ নিয়ে দেখা যায় ধান গাছে ধনের তোড় আসার পর একধরনের ছোট কালো পোকা ধান গাছে আক্রমন করে, এতে কৃষকেরা উপায় না দেখে বিভিন্ন বিষ প্রয়োগ করে পোকা দমনের জন্য।
কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বলে স্থানীয় কৃষকেরা জানায়।
স্থানীয় ধোপাছড়ী বাজার ও ওয়ার্ড ভিত্তিক যেই সারের দোকান রয়েছে তাদের সাথে কথা বলে জানা যায় এই পোকা দমনে তাদের কোন অভিজ্ঞতা নাই। চন্দনাইশ কৃষি অফিসে যোগাযোগ করাহলে এই ব্যাপারে তেমন কোন আশাব্যাঞ্জক আশ্বাস মিলেনি।
শেষ পর্যন্ত ধোপাছড়ী ইউনিয়নে আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার সম্ভাবনা খুবই কম বলে অভিমত পোষণ করেন স্থানীয় কৃষকের।
কয়েক কৃষক বলেছেন নেট্রোসিটা, স্পেলেন্ডার,তড়িৎ, তেনজিন,সেতারা,এমিষ্টার টপ নামক ঔষধ গুলি ব্যাবহার করেও তেমন কোন ফল পাওয়া যাচ্ছে না বলে জানায়।

মন্তব্য করুন