আমাদের একটাই স্বপ্ন গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের বাংলাদেশ: শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, বিএনপি বিশ^াস করে এদেশ জনগণের। এই রাষ্ট্র মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতিচ্ছবি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায় বিচার হবে সবার জন্য সমান। ভিন্ন মতকে সম্মান করা হবে এবং গণতন্ত্র হবে জনগণের প্রকৃত শক্তি। আজ আমাদের একটাই স্বপ্ন গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের বাংলাদেশ।

তিনি গতকাল ১৫ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে খুলশী কলোনীতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ বিরোধী একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে বসে আছে। আওয়ামীলীগ থেকে শিক্ষা নিন, না হয় আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের ৩১ দফার আলোকেই পরিচালিত হবে। তিনি এ সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর চট্টলার কৃতি সন্তান আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য প্রতিটি ভোটারের ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে বার্তা পৌঁছে দেয়ার জন্য যুবদলের নেতাকর্মীদের নির্দেশ দেন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এস এম শাহ আলম রবের সভাপতিত্বে ও ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক সি: যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমের পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি: জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জহিরুল ইসলাম জহির, মহানগর বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল, ইব্রাহিম খান, আব্দুল বাতেন, আবসার, তুলাতুলি মহল্লা কমিটির সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক বাহার।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, মুহাম্মদ আলী, মুহাম্মদ মাহবুব, ইঞ্জিনিয়ার আফতাব, ইঞ্জিনিয়ার আহসান, শাহাব উদ্দিন, শফিউল বাশার শামু, সুজাত হোসেন সুজন, মাঈন উদ্দিন শাকিল, মুহাম্মদ উল্লাহ চৌধুরী রিটু, মোশারফ আরজু, মুহাম্মদ ইউসুফ, জহির, আমির হোসেন, বশর, ফিরোজ, ফারুক, নুরুল হক, খোকন মোল্লা, রশিদ, বাবুল, ইব্রাহিম, হালিম, আলম, শরীফ, ইঞ্জিনিয়ার রুবেল, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহরিয়ার, শুভ রায়, মিনহাজুল হক মিনার, ওয়াহিদুল আলম সুমিত প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন