আজকের রায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাইলফলক: কর্মসূচিতে শামসুল আলম

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম-৯ আসনের কোতোয়ালি থানাধীন ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কর্মসূচির প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. শামসুল আলম তার বক্তব্যে সাম্প্রতিক আদালতের রায়কে “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি মাইলফলক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের শক্তিই ন্যায়বিচারের মূল চালিকাশক্তি।
অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, সদস্য এ.কে. খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব, এবং বাকলিয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.আই. চৌধুরী মামুন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, বেলাল উদ্দিন চৌধুরী, হাজী নুরুল আকতার সওদাগর, এস. এম. মফিজ উল্লাহ, দিদারুল ইসলাম দিদার, রফিকুল আলম সওদাগর, জালালুদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতারা কর্মসূচিতে যোগ দেন।
কর্মসূচিতে আরও অংশ নেন ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আকতার খাঁন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সেকান্দর, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সেলিম, ১৮ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আলী আজগর, এবং ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. হাসান ও সদস্য সচিব মো. সালাউদ্দিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতা-কর্মীরা।

মন্তব্য করুন