স্বাস্থ্যসেবার আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে: ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের স্বাস্থ্যখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে উইও কেয়ার (ডরড় ঈধৎব) নামের একটি অ্যাপ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। অ্যাপটির মূল লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও সহজ, নিরাপদ, দ্রুত ও স্মার্ট করে তোলা।
বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যসেবা মানুষের আরও কাছে আনা সম্ভব। উইও কেয়ার এর মতো উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর ও নিরাপদ সংযোগ তৈরি হবে।
এটি শুধু সুবিধা বৃদ্ধি করবে না, বরং স্বাস্থ্যসেবাকে আরও দক্ষ ও নির্ভুল করবে।
“অ্যাপটির মাধ্যমে রোগীদের সমস্তি চিকিৎসা সংক্রান্ত তথ্য একটি প্লাটফর্মে সংরক্ষিত থাকবে। ফলে, রিপোর্ট বা তথ্য হারানোর ভয় থাকবেনা এবং বিভিন্ন চিকিৎসক বা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা পূর্বের রিপোর্ট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া রোগীর তথ্য বিশ্লেষণে অ্যাপটিতে সংযোজন করা হয়েছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।”
অ্যাপটির ডেভেলপার প্রতিষ্ঠান জানায়, উইও কেয়ার একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলছে, যেখানে রোগী, চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারী এক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। এর মাধ্যমে কাগজভিত্তিক ও বিচ্ছিন্ন চিকিৎসা ব্যবস্থার পরিবর্তে একটি আধুনিক ও সংযুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে রোগীরা ডিজিটাল মেডিকেল রিপোর্ট সংরক্ষণ ও ব্যবস্থাপনা, এআই ভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণ ও প্রাথমিক গাইডলাইন, বিশেষজ্ঞ ডাক্তার খোঁজা এবং অনলাইন ও অফলাইন অ্যাপয়েন্টমেন্ট, কিউআর কোড ও স্মার্ট শেয়ারিং এর মাধ্যমে নিরাপদ রিপোর্ট শেয়ার, রোগীর সম্পূর্ণ মেডিকেল হিস্ট্রি সামারি, একাধিক হাসপাতাল ও ক্লিনিকের তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।
এছাড়া চিকিৎসক ও ক্লিনিকের জন্য রোগীর পূর্ণ চিকিৎসা ইতিহাস এক জায়গায় দেখা, দ্রুত ও কার্যকর কনসালটেশন সাপোর্ট, ডিজিটাল রিপোর্ট রিভিউ ও ফলো-আপ ম্যানেজমেন্ট, সম্পূর্ণ পেপারলেস চিকিৎসা ব্যবস্থা, টেলিমেডিসিন সেবা, ডিজিটাল প্রেসক্রিপশন সিস্টেম, স্বাস্থ্য রিমাইন্ডার ও নোটিফিকেশন, ইন্টিগ্রেটেড হেলথ সার্ভিসের সুবিধা দিবে প্লাটফর্মটি।
এছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে মেডিসিন ডেলিভারি সেবা, বাসা থেকে স্যাম্পল কালেকশন, অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনকালে উইও কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন শিবলু বলেন, আমরা বিশ্বাস করি, প্রযুক্তি স্বাস্থ্যসেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে পারে। উইও কেয়ার এর মাধ্যমে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্মার্ট, নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ তৈরি করছি। উইও কেয়ার কখনোই চিকিৎসকদের বিকল্প নয়—বরং এটি তাদের কাজকে আরও সহজ, সংগঠিত ও কার্যকর করে তোলে। এর লক্ষ্য হলো প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য একটি সহজ, নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করা।

মন্তব্য করুন