
নিউজগার্ডেন ডেস্ক: ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির কল্যাণ সমিতির উদ্যোগে এক নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরবাসীর স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক নীতিসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আবু সুফিয়ান, বিএনপি প্রার্থী (চট্টগ্রাম-৯), সাবেক আহ্বায়ক, বিএনপি দক্ষিণ জেলা চট্টগ্রাম এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন একরামুল করিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি এবং প্রতিষ্ঠাতা, বাংলাদেশ যুবদল।
সভায় সভাপতিত্ব করেন ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির সহ-সভাপতি ও নাবা ইন-এর চেয়ারম্যান শফিকুল ইসলাম খান।
সঞ্চালনায় ছিলেন কল্যাণ সমিতির সাংস্কৃতিক সম্পাদক নওশাদ আহমেদ এবং চট্টগ্রাম শ্রমিকদল নেতা মোহাম্মদ নুর হোসেন।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সহযোগী অধ্যাপক মারুফুল ইসলাম এবং মো. বেলাল, যুগ্ম আহ্বায়ক, ১৫ নং ওয়ার্ড বিএনপি।
বিশেষ অতিথিবৃন্দ: শাহিন দিল খান ও শোয়াইব, মাহমুদ নেওয়াজ, আতিকুল আলম খান, সালাহউদ্দিন আহমেদ (বুলেট), প্রকৌশলী রিশাত মাহের চৌধুরী, জাহিদ উদ্দিন আহমেদ (মিঠু), আব্দুল ওয়াদুদ, নওশাদ আহমেদ, শাহাবুল হুদা রাসেল, খাইরুল আলম (ছুট্টু), হিল ভিউ আবাসিক এলাকা সেক্রেটারি ইরফান বিপু, আমিরবাগ আবাসিক এলাকা সেক্রেটারি শহিদুল ইসলাম চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী সচিব, জামাতুল ফালাহ মসজিদ কমিটি শুভর্ণ আবাসিক এলাকা সিনিয়র সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী ছাত্রদল আনোয়ারুল আজিম, মজিদ হাজী মার্কেটের ওয়াসির আবির, এরিয়াল লেজেন্ড মার্কেটের রাশেদুল হক ও জনাব আনাস
গোলটেবিল আলোচনায় ওআর নিজাম রোডের পাশাপাশি হিলভিউ, গোলপাহাড়, আমিরবাগ ও জিইসি মোড় এলাকার আবাসিক প্রতিনিধি, পেশাজীবী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা ও নাগরিক উদ্বেগ। অংশগ্রহণকারীরা বলেন, চিকিৎসা ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে অনেক হাসপাতাল ও ক্লিনিকে সেবার মান, রোগী ব্যবস্থাপনা ও স্বচ্ছতার ঘাটতির বিষয়টিও আলোচনায় উঠে আসে।
এছাড়া বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইটিপি (ঊভভষঁবহঃ ঞৎবধঃসবহঃ চষধহঃ) স্থাপন ও কার্যকর ব্যবস্থাপনার অভাব নগর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে বক্তারা মত দেন। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ও আইনসম্মত ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
সভায় আরও আলোচিত হয় নগর অর্থনীতি ও ব্যবসা–সংক্রান্ত নীতিগত চ্যালেঞ্জ। বক্তারা বলেন, জটিল প্রশাসনিক প্রক্রিয়া, নীতিমালার অস্পষ্টতা এবং অতিরিক্ত ব্যয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যবসা পরিচালনাকে কঠিন করে তুলছে। একটি স্বচ্ছ, স্থিতিশীল ও নাগরিকবান্ধব ব্যবসা পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনায় জাতীয় পর্যায়ে প্রস্তাবিত স্বাস্থ্য ও অর্থনৈতিক সংস্কার ভাবনার আলোকে নাগরিক অংশগ্রহণ, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের বিষয়গুলোও উঠে আসে। বক্তারা বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে নাগরিক স্বার্থকে অগ্রাধান্য দিয়ে কার্যকর সংস্কার বাস্তবায়ন জরুরি।
সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের নাগরিক গোলটেবিল আলোচনা নিয়মিত আয়োজনের মাধ্যমে নগর সমস্যাগুলো নীতিনির্ধারকদের দৃষ্টিগোচর করার আহ্বান জানান এবং ওআর নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগকে সাধুবাদ জানান।









