
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি সাধারণ মানুষের জন্য, মানবতার জন্য এবং দেশের উন্নয়নের জন্য। বিএনপি একটি মানবতাবাদী দল। বিএনপি ক্ষমতায় থাক বা না থাক, সব সময় জনগণের সুখ দুঃখে পাশে থাকে। বেগম খালেদা জিয়া নারীদের ভাগ্য উন্নয়নে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন এবং নারীদের পুনর্বাসনে কাজ করেছেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা ও স্বাবলম্বী করার যে ভিত্তি গড়ে দিয়ে গেছেন, তারেক রহমান সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবেন।
তিনি শীতের এই কঠিন সময়ে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে নগরীর জাকির হোসেন রোড় এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমানকে জয়ী করতে সবাইকে কাজ করার আহ্বান জানান।
পাহাড়তলী ওয়ার্ড মহিলাদলের সভাপতি সামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এস কে খোদা তোতন। উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা মহিলাদলের সভাপতি সায়রা বেগম, মহিলা দল নেত্রী সেনোয়ারা বেগম, নয়ন বেগম, লাভলী বেগম, শ্যামলা বেগম, শেফালী বেগম, মোরশেদা বেগম, নাসিমা বেগম, বিএনপি নেতা মো. ইউনুস, মো. আরমান, মো. সানোয়ার প্রমুখ।









