
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের চকবাজার থানাধীন ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২ নম্বর গেইট এলাকায় আয়োজিত এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হক।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম ফজলুল হক বলেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ যে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় হলো দাঁড়িপাল্লায় ভোট দেওয়া।
তিনি বলেন, দেশবাসী আর দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের রাজনীতি চায় না। মানুষ চায় আল্লাহর বিধানভিত্তিক একটি কল্যাণরাষ্ট্র।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবো।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানান।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদ উল্লাহ প্রমুখ।
গণমিছিলে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি বাগমনিরাম ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।









