নিউজগার্ডেন ডেস্ক: ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
ধলঘাট-আহ্লা মিলন সংঘের আয়োজিত বোয়ালখালী আহলা নবনির্মিত শতবর্ষী শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দিরের দু’দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের শুভসূচনা হয়। শোভাযাত্রা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। সন্ধ্যায় ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ১০নং আহ্লা কড়লডেঙ্গার চেয়ারম্যান হামিদুল হক মন্নান, ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শৈবাল দে।
এতে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি দে, উৎসব উদ্যাপন কমিটির সভাপতি লায়ন বাপন দাশগুপ্ত ও সাধারণ সম্পাদক সুমন দে। এতে আরো উপস্থিত ছিলেন মন্দির উন্নয়ন কমিটি ও স্থায়ীকমিটির সকল সদস্যবৃন্দরা।
ভক্তবৃন্দদের উপস্থিত বক্তব্য শেষে নৃত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান শেষ হয় এবং অনুষ্ঠানের দ্বিতীয় দিন বিশেষ যজ্ঞ, চন্ডীপাঠ, মায়ের বিগ্রহ স্থাপন, পূজা, প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আকর্ষণীয় ছিলো মায়ের বিশেষ আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।