
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ কেউ করতে যাবেন না। সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। গুজবে কান দেবেন না। আমরা হিন্দু মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এক সাথে বাস করি। আমাদের মধ্যে নেই কোন ভেদাভেদ। আমরা মিলেমিশে দেশটাকে গড়ে তুলবো। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আপনাদের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি আজ ১৩ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ টায় নগর যুবদলের উদ্যোগে চকবাজার ও বাকলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ীঘর পরিদর্শন ও লোকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও থানার হিন্দু সনাতনী ধর্মাম্বলীদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা পূজা কমিটির সভাপতি লিটন দাশ, বাবু হারাধন দাশ, বাবু জুনু দাশ, বাবু মিল্টন দাশ, চট্টগ্রাম মহানগর যুবদলের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: আলা উদ্দীন সুজন, প্রাথমিক গণশিক্ষা সম্পাদক মো: জসিম, সমাজ কল্যাণ সম্পাদক সালাহ উদ্দিন, চকবাজার থানা যুবদলের আহবায়ক সেলিম, বাকলিয়া থানা যুবদলের আহবায়ক মো. ইসমাইল হোসেন লেদু, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো: হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল জলিল, মোস্তাকিম মাহমুদ, মো: সোহেল, সাদ্দামুল হক, রিদুয়ানুল হক রিদু, আবদুল আউয়াল, মো: মুরাদ, জাকির হোসেন, সফিউল বশর সাজু, ইয়াকুব খান, ওমর ফারুক রানা, মো. রায়হান, মো. জাহেদ, মো. মিজান, মো. ফরিদ, মো. ফারুক, ফোরকান, মামুন, মো: মামুনুল ইসলাম, মো: রাজু প্রমুখ নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।