নগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন ও কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিছিল ও সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: ১৪ অগাস্ট ২০২৪, সকাল ১১ টায় বাগমনিরাম ও জামালখান ওয়ার্ড বিএনপি’র যৌথ উদ্যোগে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারবেজ সুজনের সভাপতিত্বে নগরীর নূর আহমেদ সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজিড় দেওড়ি মোড় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াছিন চৌধুরী লিটন বলেন,”স্বৈরাচার হাসিনা সরকার রাজনৈতিক, অর্থনৈতিক সহ রাষ্ট্রের সকল কাঠামোকে তারা ধবংস করেছে।দেশকে দেউলিয়া করে ফেলেছে।ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র থেমে নেই।এই অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে।তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।”

এসময় জামাল খান ওয়ার্ড বিএনপি’র দিদারুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নগর বিএনপি নেতা শাহ আলম,শফিক আহমেদ,দিদার আলম, ইউনুস চৌধুরী হাকিম,নকিব উদ্দিন,আবু মো মহসিন, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ফয়েজ,মো কামাল হোসেন,মো ইব্রাহিম, নগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মো সেকান্দর, আবু আহমেদ, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু,মোহাম্মদ আনাছ,মোঃ পেয়ারু,সৈয়দ মোঃ হারুন,জাবেদ জুবায়ের, মো হাসান,নুর হোসেন,আবুল হোসেন,মো স্বপন প্রমুখ।

মন্তব্য করুন