দোহাজারীতে আ’লীগ নেতার কলাগাছ কেটে দখলীয় জমি উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড আবদুল মোনাফের ছেলে মোহাম্মদ আলাউদ্দিনের খাজনায় নিয়ে তা পরিশোধ না করে জবর দখলীয় জমির কলাগাছ কেটে ভূমি উদ্ধার করেছে ক্ষতিগ্রস্ত মালিকগণ। গত ১২ আগস্ট (সোমবার) রাতে দোহাজারী পৌরসভার পূর্ব জামিজুরী ৮ নং ওয়ার্ড আনসার আলীর খামার এলাকায় এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, আলাউদ্দিন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর ক্যাডার। দীর্ঘদিন এলাকায় ক্ষমতা বিস্তার করে নানান অপরাধের সাথে জড়িত ছিল সে। ইতিমধ্যে এলাকায় সবার সাথে ঝগড়া-বিবাদ ও মারামারিতে লিপ্ত থাকায় তাকে লাথির কাট্টল বলে ডাকেন বলে জানা যায়। সে বিগত জাতীয় নির্বাচনে কেন্দ্র দখলে গিয়ে পুলিশের গাড়ি ভাংচুর মামলা ও সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামী।
মোহাম্মদ আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে খবর পেয়ে জমিতে গিয়ে দেখি প্রায় দুই হাজার কলাগাছ কেটে দিয়ে দুর্বৃত্তরা। সহযোগিতা পাওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের অনুরোধ করেছি। কিন্তু তারা কোন সহযোগিতা করেনি।
এই ব্যাপারে স্থানীয় কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, দীর্ঘদিন কলাবাগানের জমির মালিকের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ ছিল বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, ওই বিরোধ বা পূর্বশত্রুতার জের ধরে কলাগাছগুলো কেটে জমি উদ্ধার করতে পারে তারা। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

মন্তব্য করুন