নিউজগার্ডেন ডেস্ক: বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির উদ্যোগে কমিটি গঠন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা রনজিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে রনজিত সরকার বলেন, বিনম্ন শ্রদ্ধার সাথে সর্বপ্রথম স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলন সহ সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বৈষম্য বিরোধী আন্দোলনের সকল বিপ্লবী সদস্যদের। কৃতজ্ঞতা জানাই বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতির সকল সদস্যদের আমাকে আবারও দ্বিতীয় বার সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য।
উপস্থিত দি রেলওয়ে মেন্স স্টোরস লিমিটেডের সম্মানিত প্রধান নির্বাহী সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ সম্মানিত সদস্য বৃন্দ ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ সবাইকে নমস্কার ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আমাদের মার্কেট ভূমিদস্যু এসি শাহা আলম, শাহনেওয়াজ হাউজি রফিক গং এর গুন্ডা বাহিনী দিয়ে দখল করে রেখেছে। আমরা প্রকৃত দোকান মালিকগণকে মার্কেটে প্রবেশ করতে দিচ্ছে না বলেই দোকান চালু করে ব্যবসা করতে পারছি না আমাদের অনেক সদস্য দোকান না পাওয়ার শোকে মৃত্যুবরন করেছেন। আমাদের ৬০ জন গ্রাহকের দোকান হাউজি খেলার মাঠ বানাবার জন্য ভেঙে দেওয়া হয়েছে। তাদের এতবেশী পাওয়ারের কারণে থানা পর্যন্ত আমরা ভুক্তভোগীদের মামলা নেয়নি। এখন আর সেদিন নেই পুলিশ তাদের কার্যক্রম শুরু করলে আমরা মামলা দেয়া শুরু করবো। মার্কেটের পার্কিং সহ নকশা বহির্ভূত সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে আইনি ভাবে। মার্কেটে এক ইঞ্চিও অবৈধ স্থাপনা থাকবে না আপনারা আমাকে ভালোবেসে যে শুরু দায়িত্ব অর্পণ করেছেন আপনারা সবাই অতীতের কোন প্রকার ভুল বুঝাবুঝি মনের মধ্যে না রেখে কমিটিকে সহযোগিতা করলে আমরা সবাই মিলে আমাদের সকল দোকান বুঝে নিয়ে মার্কেটের অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই মার্কট চালু করতে পারবো। প্রয়োজন সবাই একসাথে সমন্বয় করে কাজ করা।
আমি শাহআলম, শাহনেওয়াজ রফিক সাহেবদের স্মরণ করিয়ে দিতে চাই এখানে দোকান মালিকদের মধ্যে প্রায় ৭০% রেমিট্যান্স যোদ্ধা যাদের টাকায় দেশ চলে। আপনারা আমাদের কষ্টার্জিত অর্থে ক্রয় করা ৬০ টি দোকান ভেঙে দিয়েছেন আমাদের অপরাধ কি ছিলো? দয়া করে এগুলো বন্ধ করুন ইতিহাস কাউকে ক্ষমা করেনি আপনারাও পাবেন না। মাত্র ছয় জন সমন্বয়ক আন্দোলনের ডাক দিয়ে পুরো দেশটাকে বদলে দিয়েছে আর আমরা ৩/ ৪শ দোকান মালিক পরিবারসহ যদি যোগ করি তাহলে ৪ হাজার হবে। আমরা যদি আন্দোলন করি তাহলে আপনারা মার্কেটে ১ ঘন্টাও টিকবেন না। আমরা শান্তিপূর্ণ মানুষ আমাদের ব্যাবসা করতে দিন। আমরাও বাঁচতে চাই। নতুন বাংলাদেশ গড়ার সকল সাহসী যোদ্ধাদের প্রতি সম্মান রেখে আপনাদের সবার সহযোগিতা কামনা করে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
বসুধা রেলওয়ে মেন্স সিটি সেন্টার দোকান মালিক সমিতি কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলী মোহাম্মদ সাখাওয়াত হোসেন নাসির, প্রদীপ কুমার নাথ, প্রনবেশ ধর, আব্দুল হাকিম, শামিমা আক্তার লাকি, আফরিন সুলতানা।
কার্য নির্বাহি কমিটির সভাপতি রনজিত সরকার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি রঞ্জন বড়ুয়া, সহ-সভাপতি মোঃ কামরুল ইসলাম, সহ-সভাপতি এস এম ইব্রাহিম, সাধারণ সম্পাদক এডভোকেট জাফরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরি, কোষাধ্যক্ষ মনুব্রত বনিক, যুগ্ন কোষাধ্যক্ষ মোঃ ইমরান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামাল হোসেন, প্রচার সম্পাদক মিহির রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, আপ্যায়ন সম্পাদক আব্দুর রউফ, সদস্য আকতার হোসেন সোহান, সদস্য তানভির ফাহাদ, সদস্য শামসুল আলম, সদস্য অহিদুল আলম, সদস্য মোঃ আবছার, সদস্য রবিউল আলম, সদস্য নিপু দে ও সদস্য ফিরোজা বেগম।