
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আওয়ামীলীগ সরকারের সময় সংখ্যালঘুদের ঘর বাড়ি দখল ও নির্যাতন বেশি হয়েছে। আওয়ামীলীগ হিন্দুদের নিজস্ব ভোট ব্যাংক মনে করে। আবার দূর্গাপূজার সময় তারাই হিন্দুদের প্রতিমা ভাঙচুর করে। অথচ বিএনপি সবসময় সকল সম্প্রদায়ের মানুষের পাশে ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময় কোন নেতাকর্মীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে তারা হিন্দু ধর্মাবলম্বীদের জায়গা জমি দখল করেছে। বিএনপি সংখ্যালঘু তত্বে বিশ্বাস করেনা। কিন্তু আওয়ামীলীগের অনেক বড় বড় নেতা আছে যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছে। আওয়ামীলীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেও শত্রু সম্পত্তি আইন নিষ্পত্তি করতে পারে নাই।
তিনি শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পাথরঘাটা ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং সবার কল্যাণ কামনা করেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
এসময় নাজিমুর রহমান বলেন, দেবী দুর্গার আরাধনা করা হয় শক্তির জন্য। অসুরের যে শক্তি তাকে বদ করবার জন্যে। অন্যায়, অত্যাচার, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এই উপাসনা। সব রকমের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় দেবী দূর্গার আরাধনা। এটা বাংলাদেশের সার্বজনীন পূজা। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গনে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
পাথরঘাটা ওয়ার্ড বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর ইসমাইল বালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফর আহমেদ, মো. হাসান, আবু তালেব, আব্দুল হামিদ, আশরাফুল ইসলাম মামুন, মো. শাহেদ, আবুল কালাম, জসীম উদ্দীন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সুব্রত আইচ, ইফতেখার ইকবাল নাদিম, মো. নাদিম, শাহ আলম, প্রিন্স মারুফ, মো. রিয়াজ, মো. রুবেল, মো. মানিক, মো. রনি, আব্দুল আহাদ খান শাকিল, ঋত্বিক, রাকিব, সাব্বির, রোহিত, ইমন, কাশ্মীর, বাপ্পি দাস, বিক্রম দাস, গোপাল দাস, সুরঞ্জন দাস, মতিলাল দাস, অমল দাস, লিটন দাস প্রমূখ।