
নিউজগার্ডেন ডেস্ক: চান্দগাঁও থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১২ অক্টোবর (শনিবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মোঃ আবদুল হান্নান রুবেলকে সভাপতি ও মোঃ আবদুল করিম বাবলুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শ্রমিক দলের চান্দগাঁও থানা ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিগত ২৯/০৪/২০২৪ তারিখে পূর্বের কমিটি বিলুপ্ত করে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
উল্লেখ্য, কমিটি গঠনকল্পে ৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। তারা হলেন আহবায়ক মোঃ ইদ্রিস মিয়া, সদস্য সচিব মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, সদস্য রফিকুল ইসলাম ও সদস্য মোঃ আবচার এর সার্বিক সহযোগিতায় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন
চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দীন ও শেখ নুরুল্লাহ বাহার চান্দগাঁও থানা কমিটির অনুমোদন দেওয়ায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীকে জানাই সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা।