নিউজগার্ডেন ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে রবিবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর খুলশী ওয়ারলেস জালালাবাদ টাওয়ার মোড়ে জালালাবাদ ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষেভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে মিছিলটি সীবিচ সোসাইটি থেকে শুরু হয়ে কৃষ্ণচূড়া, জালালাবাদ হাউজিং, পশ্চিম খুলশি ওয়ারলেস ও জাকির হোসেন রোড হয়ে জালালাবাদ টাওয়ারের গোড়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।
এসময় তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।
এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মানিক, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মুন্না, বিএনপি নেতা কবির হোসেন, মো. সালাউদ্দিন ,জামিল হোসেন, মো. আদর, আবুল কাশেম, মো. রাশেদ, নিরব পাটোয়ারী, মো. মিরাজ, মো. মধু, রবিউল হোসেন, মো. সোহাগ, আব্দুস সবুর, মো. সোহেল, আরজু, আমিন প্রমূখ।