প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্দর থানা যুবদলের বর্ণাঢ্য র‌্যালী

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বন্দর থানা যুবদলের উদ্যোগে ফ্রি পোর্ট ঝনক প্লাজার সামনে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি সিইপিজেড ঝনক প্লাজার সামনে থেকে শুরু হয়ে ব্যারিস্টার কলেজ, মাইলের মাথা, সিমেন্স হোষ্টেল, রেলক্রসিং, ইশান মিস্ত্রির হাট হয়ে পুরাতন ডাকঘর মোড়ে গিয়ে শেষ হয়।

বন্দর থানা যুবদল নেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও ৩৮ নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা সৈয়দ মো. মোরশেদ, এস এম বখতিয়ার, মো. পারভেজ, ফারমান জামিল, মো. মহিউদ্দীন, মো. হীরা, আলমগীর কবির, মো. হোসেন, মাহবুব আলম, নজরুল ইসলাম, কামরুল হাসান কাজল, মো. রুবেল, মো. সবুজ, মো. জাহিদ, সাইফুল ইসলাম, মো. লোকমান, মো. মহসিন, সুমন খান।

মন্তব্য করুন