
দেশের অন্যতম ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্ব্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল ও সফলতার সাথে সমাপ্ত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে আল আমিনের প্যান্ডেলে জড়ো হয়েছেন। সারাদেশ হতে জনপ্রিয় হক্কামি আলেমগণ তাশরিফ এনেছেন। জাতিকে দীনের সঠিক বার্তা পৌঁছাতে আল আমিনের এত বৃহৎ উদ্যোগ সফল হওয়ায় ঐতিহ্যবাহী ইসলামী নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তারা দীনের সঠিক জ্ঞান ও বয়ান থেকে অধিকাংশ সময় মাহরুম হন। ফলে সমাজের তৃণমূলের সাধারণ মানুষ খুব সহজে কৃসংস্কার ও ভ্রান্তিতে জড়িয়ে পড়েন। এসকল মানুষের দীনের পথে ফিরিয়ে আনতে, ইসলামের সঠিক জ্ঞান ও বার্তা জানান দিতে বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরামের উপস্থিতিতে মাহফিল আয়োজনের প্রচলন রয়েছে। এসব মাহফিল ইনতিজামে ব্যাপক শ্রম ও অর্থ ব্যয় হলেও দীন দরদি সংগঠনগুলো এমন মাহফিলগুলোর আয়োজন করে দীনের বৃহত্তর খেদমত আনজাম দেয়।
আল আমিন সংস্থা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানবদরদী দীন প্রেমী একটি সামাজিক সংগঠন। এ সংগঠন আপামর জনতার কথা চিন্তা করে প্রতি বছর এমন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। এ মাহফিলের অপেক্ষায় থাকে দেশ বিদেশের অসংখ্য দীনপ্রেমী তৌহিদি জনতা। সহস্র মানুষের হৃদয়ে আকাঙ্খা পূরণ করায় আমরা আবারও আল আমিন সংস্থার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং অতীতের ন্যায় আগামীতেও আল আমিন সংস্থার যেকোনো দীনি ও সামাজিক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা দিয়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।