
চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “এস এন্ড বি” একাডেমী কর্তৃক এইচএসসি- ২০২৪ইং এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং একাডেমিক শিক্ষার্থীদের (৬ষ্ঠ – ১০ম) সাপ্তাহিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিষ্ঠানের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, জাহিদুল করিম কচি, আঞ্চলিক প্রধান ও আবাসিক সম্পাদক, দৈনিক আমার দেশ, বোর্ড সদস্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হক,প্রভাষক, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, পারভীন সুলতানা (প্রভাষক), জনাব, চন্দ্র কুমার ধর (প্রভাষক), জনাব, আলী হায়দার (প্রভাষক), পরিচালক মোঃ মিনহাজুল ইসলাম, মোঃ শাহনেওয়াজ শামীম, মোঃ নাজমুল হোসেন, মোঃ কামরুজ্জামান ইমন, মোঃ সাগর আলম জয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ মোঃ ইয়াসির আরাফাত, মোঃ রমজান আলী, রুদ্র বড়ুয়া, শ্রুতি চৌধুরী। এইচএসসি-২০২৪ এ পরীক্ষা শতভাগ উত্তীর্ণ হওয়ায় প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান। সকল ছাত্র-ছাত্রীদের পাঠ্যসূচির বাইরে বই পড়ে জ্ঞান অর্জন করার জন্য উৎসাহ প্রদান করেন। উক্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে বই পড়ার কর্মসূচি শুনে প্রতিষ্ঠানের প্রশংসা করেন। এইচএসসি-২০২৪ইং এ উত্তীর্ণ শিক্ষার্থীদের ও একাডেমিক পর্যায়ে মেধা তালিকায় পাওয়া শিক্ষার্থীদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব রুদ্র তালুকদার।