ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিল বিএনপি সরকার: এম এ আজিজ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিএনপি সরকারের অবদান অপরিসীম। আজকে বাংলাদেশে যে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করেছিল বেগম খালেদা জিয়ার সরকার। ঐসময় বিদেশ থেকে ঘাস এনে প্রত্যেকটা স্টেডিয়ামে লাগিয়েছিল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিএনপি যে কর্মসূচি শুরু করেছিলেন বর্তমানে তার সুফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিল বিএনপি সরকার।

তিনি শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে এইচ বি ক্রিকেট কর্তৃক আয়োজিত ঘরোয়া লং পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফাইনাল খেলায় থান্ডার বল (বেষ্ট) ও ফ্যান্টাস অব এইচ বি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে থান্ডার বলকে হারিয়ে ফ্যান্টাস অব এইচ বি জয় লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজ্বী মো. কামাল উদ্দিন, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী মো. হোসেন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু, আয়োজক কমিটির কামরুল ইসলাম, আবু রায়হান চৌধুরী, রিয়াজ উদ্দীন রাজু, আরিফুর রহমান, মো. ইমতিয়াজ, ইলিয়াস সওদাগর, আলাউদ্দীন কামাল, তুহিন আলী, তুহিন চৌধুরী, মো. আরমান, মো. মামুন প্রমূখ।

মন্তব্য করুন