
নিউজগার্ডেন ডেস্ক: গত ৯ জানুয়ারী ২০২৫ বিকেল ৩টায় ওডেব’র কানাইমাদারী ওমেন্স সেন্টার এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কবি ও অধ্যাপক শ্যামলী মজুমদারের সার্বিক নির্দেশনায় কয়ার প্রকল্পের পিএমও সজল দে এর সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন কানাইমাদারী ড.অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দে, জন প্রতিনিধি আয়শা আকতার আজাদী. সাংবাদিক মুহাম্মদ শিবলী সাদিক কফিল, ওডেব’র আইন বিষয়ক অফিসার মোঃ আলাউদ্দীন চন্দনাইশ ব্রাঞ্চ ম্যানেজার মাহামুদুল হক,পূরবী বড়ুয়া ও রূপালী দাশ প্রমূখ।
অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলাপমেন্ট ইন বাংলাদেশ- ওডেব শিশু ও নারীর মানবাধিকার নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক নারীদের ক্ষমতায়ন অধিকার বাস্তবায়নের জন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সহায়ক পরিবেশ তৈরী এবং প্রয়োজনীয় নেটওয়ার্কিং কাঠামো গঠনের মাধ্যমে নারীর মানবাধিকারকে বাস্তবায়ন করার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে পূর্ণভাবে অংশগ্রহণের সক্ষমতা বাড়নোর কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।