
নিউজগার্ডেন ডেস্ক: ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ৫দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আগামী ২৭ হতে ৩১ জানুয়ারী-২০২৫ চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হবে।
মাহফিলের শৃংখলা রক্ষা ও সফল বাস্তবায়নের লক্ষে শৃঙ্খলা সাব কমিটির এক বৈঠক আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, পরিষদ সহ সভাপতি বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুরুল আমিন, পরিষদ সেক্রেটারী এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহ সেক্রেটারী শফিউল আলম ছুবহানী, মাওলানা খাইরুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল মোহাম্মদ ইউনুচ, পরিষদ’র সাংগঠনিক সম্পাদক সলীমুল্লাহ জামান।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘ ১৮ বছর পর চট্টগ্রামবাসীর প্রাণপ্রিয় ধর্মীয় জনসমাবেশ “ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল-২৫” এর প্যান্ডেল তৈরীর কাজ সহ প্রস্তুতি মূলক কার্যক্রম শুরু হয়েছে।
এ মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে চট্টগ্রামবাসীর মধ্যে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মুসলিম জনতার এ মাহফিলকে সুশৃংখল ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে নেতৃবৃন্দ মাহফিলের শৃংখলা রক্ষা ও সফল করে তোলার জন্য ইসলাম প্রিয় চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।