বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজ ১৬ জানুয়ারি বাদে আছর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার।

সভাপতিত্ব করেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হারুন।

আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আবুল কাশেম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দেলোয়ার, নাজিম উদ্দিন, কামরুল হাসান, আব্দুর রউফ লিটন, মো. মঞ্জু, শামসুল হক টুকু, মোহাম্মদ হারুন, আক্তার হোসেন খান, মো. সিরাজ, মোহাম্মদ ইউসুফ, মোঃ খোকন, মো. বাবুল, ভাসানী, আরজু, নুরুল ইসলাম বাবু প্রমুখ।

এ সময় মোনাজাত পরিচালনা করেন ৩ নং ফকিরহাট বন্দর মসজিদের ইমাম।

মুনাজাতে মহান আল্লাহর কাছে মুসুল্লীগণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করেন।

২০২৪ ও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা নিহত তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ও আহতদের সুচিকিৎসার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

এসময় প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে এক কাপড়ের পালিয়েছে। কিন্তু বেগম জিয়া আজ মানুষের ভালোবাসা নিয়ে দেশ-বিদেশে চিকিৎসার সেবা পাচ্ছেন। গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে দেশকে এগিয়ে নেওয়ার জন্য শক্তি দান করেন- শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে যেন ভূমিকা রাখতে পারেন- এ দোয়া কামনা করেন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন থেকে প্রয়াত নেতা মরহুম শামসুল আলম, মরহুম রুহুল আমিন, মরহুম হান্নান, মরহুম হাজী মোহাম্মদ ইউনুসসহ যে সমস্ত শ্রমিক নেতা যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন