জুলাই বিপ্লব দেশকে ফ্যাসিবাদমুক্ত করে নতুন স্বপ্ন দেখাচ্ছে: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবীরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করে উন্নত জাতি গঠনে আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। এই বিপ্লব ব্যর্থ হলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে।

১৭ জানুয়ারি সকাল ৮টায় নগর জামায়াতের উদ্যোগে সংগঠনে বার্ষিক পরিকল্পনা-২০২৫ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্ভোধনী বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সভায় নগর আমীর ও সাবেক সংসদীয় দলের হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান

নগর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় কুরআনের দারুস পেশ করেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবু বকর রফিক, বক্তব্য রাখেন নগর নায়েবে আমীর পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারী মুহাম্মদ উল্লাহ, খায়রুল বাশার, মোর্শেদুল ইসলাম চৌধুরী, ফয়সল মুহাম্মদ ইউনুস, বায়তুলমাল সম্পাদক ডা.সিদ্দিকুর রহমান, ওলামা বিভাগের প্রধান মাওলানা মমতাজুর রহমান ও নগরের থানা আমীর বৃন্দ।

মন্তব্য করুন