রাউজান’র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে হিউম্যান রাইটস ফাউন্ডেশন’র উদ্বেগ

রাউজান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন।

২৪ জানুয়ারি বাংলাদেশ হিউম্যান রাইটস, ফাউন্ডেশন রাউজান উপজেলা শাখার এক সভা চট্টগ্রাম কোর্ট হিলস্থ আইনজীবী এনেক্স ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্বজিত ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি মোহাং সাইফুদ্দিন পারভেজ।

সভায় বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ও রাউজান শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এ এইচ এম জসীম উদ্দীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইলিয়াছ, উজ্জ্বল ভট্টাচার্য্য, মোঃ আরমান, মোঃ গিয়াস উদ্দীন ও বকতেয়ার উদ্দীন প্রমুখ।

সভায় ২৪ জানুয়ারি আনুমানিক ২ টায় নোয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী নিরাজিষ পাড়া আবু ছৈয়দ মেম্বারের বড় ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

সভায় দীর্ঘদিন যাবত রাউজান উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেনন এবং উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্ব্বক শাস্তির দাবি জানানো হয়।

এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিভিন্ন এলাকায় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে মর্মে সভায় অভিমত ব্যক্ত করেন।

সভায় জনসাধারণের জান মাল রক্ষার্তে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

সভায় বক্তারা রাউজানে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মর্মে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেন।

মন্তব্য করুন