যুব সমাজকে দেশের শক্তিতে পরিণত করতে হবে: আবুল হাসেম বক্কর

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বলেছেন, তরুণ সমাজ যারা এই ১৫ বছরের আন্দোলনের ধারাবাহিকতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, জুলাই আগষ্টের আন্দোলনের মধ্য দিয়ে নতুন নতুন শিল্পের জন্ম হয়েছে, নতুন নতুন সুরকার, নতুন নতুন গান, বিদ্রোহের গান এগুলো দিয়ে স্বৈরচারের ভীতকে যেরকম পাকিস্থানের শাসনকে কাঁপিয়ে দিয়েছিল ঠিক একইভাবে এই নতুন প্রজন্ম, এই আগামী প্রজন্ম বাংলাদেশের রাজনীতির সমস্ত কিছুকে পাল্টিয়ে দিয়েছে, স্বৈরাচার বলেন আর হিটলার বলেন কিছুই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দাাঁড়াতে পারেনি। স্বৈরাচার হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা আমাদের সমাজকে সুন্দর করতে চাই। অতীতকে আমরা পেছনে ফেলে দিতে চাই। সামনের দিকে এগিয়ে যেতে চাই। নতুন প্রজন্মকে নতুন পথ দেখাতে চাই। উন্নয়নের পথ দেখাতে চাই। পৃথিবী এগিয়ে যাচ্ছে, কম্পিউটর যুগে প্রবেশ করেছি আমরা। সারা পৃথিবীর দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে। সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে এবং এটাকে আমরা মেনে নিয়ে আমাদের যুব সমাজকে ধাপে ধাপে একদিন অন্ধকার গলির দিকে ধাবিত হচ্ছিল। একদিন মাদক সহ সামজিক অপকর্ম এগুলো থেকে দূরে সরে রাখার জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন এবং এ ধররে স্পোর্টস সহ বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে যুব সমাজকে দেশের শক্তিতে পরিণত করতে হবে।

বড়মিয়া মসজিদ মহল্লা সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে পারিবারিক মিলনমেলা গতকাল রাত সাড়ে ১০ টায় বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনকালে এসব কথা বলেন।

আয়েশা আরমিন ও মোহাম্মদ ইমুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জসিমউদদীন, আমিন উল্লাহ, ইসমাইল হোসেন লেদু, মো হাসান, সদ্দামুল হক।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শফিউল বশর সাজু, মোহাম্মদ কাদের, মোহসম্মদ সোয়েব, মাসুদ, জনি, তৈয়ব, সুমন, যায়িদ, সোহেল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন