
ফটিকছড়ি সংবাদদাতা: ভুজপুর থানাধীন নিশ্চিন্তা গ্রামের গৃহবধু তৃষণা রাণী দে হত্যার প্রধান আসামী স্বামী রুবেল মুহুরী পিতা: অজিত মুহুরীকে পুলিশ গ্রেফতার করেছে।
২ ও ৩ নং আসামী পলাতক রয়েছে বলে থানা পুলিশ জানান।
ওসি মো: মাহবুবুল হক জানান, প্রধান আসামীকে ২ দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভুজপুর থানার মামলা নং ৫০৫/৩ তাং- ৩১/০১/২০২৫ ইং এর বাদীর অভিযোগ ২ নং আসামী উক্ত গৃহবধুকে সুকৌশলে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে মর্মে ২ নং আসামীকে গ্রেফতার করার জোর দাবী জানান।
তাকে গ্রেফতার করা হলে আসল খুনির রহস্য বের হবে।
ওসি আরও জানান, ২ ও ৩ নং আসামী পলাতক রয়েছে। কিন্তু পুলিশি অভিযান অব্যাহত আছে। পি,এম, রিপোর্ট পাওয়া গেলে চার্জশিট প্রদান করা হবে।
খবরটি পড়েছেনঃ ১২