
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আগামী গতিশীল রাষ্ট্র বিনির্মাণে ১৮ কোটি মানুষের মুক্তির সনদ বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফা। দেশ জাতির কল্যাণে দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে তবেই বিজয় আসবে। এই ৩১ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যতে নির্বাচনী ম্যানিফেস্টু হিসেবে ঘোষণা করা হবে। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। ৩১ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টু হিসেবে আমাদের জন্য দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রেরণ করেছেন। ছাত্র জনতার আকাঙ্খা অনুযায়ী এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। আমাদেরকে জনগণের মনের ভাষা বোঝে রাজনীতিতে টিকে থাকতে হবে। বাংলাদেশের মানুষের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠন করা, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। তাই, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আজ ১৯ ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৩ টায় ৮নং শোলকবহর ওয়ার্ড বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, ‘মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দল-ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ১৫ বছর বিএনপির আন্দোলনের ধারাবাহিকতাতেই ছাত্র জনতার আন্দোলনে দেশ আজ ফ্যাসিস্ট মুক্ত। দেশে যে ঐক্য তৈরি হয়েছে তা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।
৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি কাজী শামসুল আলমের সভাপতিত্বে ও ৮ ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাসান ওসমান চৌধুরীর পরিচালনায় চট্টগ্রাম বাদুরতলা ক্রিয়েটিভ কমিউনিটি সেন্টারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য ইস্কান্দর মির্জা, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি’র সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, শাহেদুর রহমান বেলাল, শাহ আলম চৌধুরী, আক্তার হোসেন লেদু, শাহজাহান, জাকির হোসেন, ফৌজুল করিম রকিব, ইকবাল পারভেজ, ইকবাল হোসেন, ইকবাল হোসেন জিসান, তৌহিদ রানা, রিদওয়ান হোসেন জনি, আকবর, নজরুল ইসলাম রাসেল, ইব্রাহিম, সাজ্জাদ, মোঃ হাসান, ইমরান, সাইমা, খাদিজা, জিনিয়া, দিদারুল আলম, মান্নান, খোরশেদ আলম, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।