২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে চিত্রাংকন প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

সভাপতিত্ব করবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

সকাল সাড়ে ৯টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিকাল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৩টি বিভাগে প্রেসক্লাবের সদস্য-সদস্যার সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। থাকছে আকর্ষণীয় পুরস্কার প্রাইজবন্ড ও মেডেল ।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য-সদস্যা এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন