
নিউজগার্ডেন ডেস্ক: পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটূক্তি, সোহেল হাসান গালিবের রাসূল (স.) কে অবমাননা ও ফ্যাসিস্ট রেজিমের র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক রোজাদার মুসলিম নারীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ।
আজ জুমাবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য রাখাল রাহা (সাজ্জাদুর রহমান) মহান আল্লাহ’র শানে চরম ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট প্রকাশ করেন এবং কবি সোহেল হাসান গালিব প্রিয় নবিজি স. কে নিয়ে কটূক্তি করেন। তাদের এসব মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত করেছে, যা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, একটি মুসলিম রাষ্ট্রে দায়িত্বশীল পর্যায়ে থেকে এই ধরনের বক্তব্য শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি, সামাজিক বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় স্থিতিশীলতা বিনষ্টের একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা বলে মনে করি।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে। র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক রোজাদার মুসলিম নারীকে ধর্ষণের ঘটনা এবং আল্লাহ ও নবীর শানে কটূক্তি করে ধর্মীয় অনুভূেিত আঘাত এই ষড়যন্ত্রের অংশ।
হেফাজতে খতমে নবুওয়তের নেতৃবৃন্দ অন্তর্র্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষ আল্লাহ ও নবীর শানে কটূক্তিকারীদের ফাঁসি চাই, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির ব্যবস্থা করুন অন্যতায় ধর্মপ্রাণ মুসলমান আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।
বিবৃতি দাতারা হলেন, হেফাজতে খতমে নবুওয়তের প্রধান সমন্বয়ক আ.ন.ম আহমদ উল্লাহ, নির্বাহী সমন্বয়ক এম আব্দুল্লাহ্, মাওলানা ইয়াসিন আমীন, মাওলানা তোফাজ্জল, মাওলানা নাসিরুদ্দিন, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ হিসাম, মাওলানা নুর হোসাইন কুতুবী, মাওলানা আরমান, মাওলানা তকী ওসমানী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা তাওহীদ রব্বানী, হাফেজ আরিফুল ইসলাম নোমান, মাওলানা আরফাতুল ইসলাম, মাওলানা আব্দু রহমান, মুহাম্মদ উল্লাহ, হাফেজ শোআইব প্রমুখ।