
মোহাম্মদ নেজাম উদ্দিন: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটে আজ (৩ মার্চ ২০২৫) দারুল মোস্তফা (দ.) কমপ্লেক্সে দরসে নিযামী মাদ্রাসার উদ্বোধন হয়েছে।
মুহাম্মদ সাদেক আলী আমিরীর সঞ্চালনায় ও আল আমিন বারীয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ড. ইসমাঈল নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান শায়খুল হাদীস কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী।
প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমেরী, বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুহাম্মদ আলমগীর, অধ্যক্ষ মাওলানা হাসান রেজভী, আল্লামা এম এ মাবুদ প্রমুখ।
সভায় ইসলামী শিক্ষার গুরুত্ব ও দরসে নেজামীর গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ আলোচলা হয়।
পরিশেষে,শাইখুল হাদিস আল্লামা মাঈনুদ্দীন আশরাফী হুজুর সকলের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
খবরটি পড়েছেনঃ ৩৭