
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে রমজানের বাজার মনিটরিং করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।
আজ ৩ মার্চ (সোমবার) পরিদর্শনকালে নিত্যপণ্য ও কাঁচামালের মজুদ এবং মূল্য তালিকা যাচাই করা হয়।
রমজানে সিন্ডিকেট ও বাজার কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা এমন অভিযোগে সকালে বাজার যাচাই ও নিয়ন্ত্রণে মেয়র এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযানে নামেন।
এসময় চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সতর্ক করে সিটি মেয়র জানান, বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন।
মেয়র বলেন, সারা পৃথিবীতে আমরা দেখেছি বিশেষ করে যে মুসলিম রাষ্ট্রগুলোতে রোজা আসলে ভর্তুকিতে অনেকটা কম মূল্যে তারা বিক্রি করে কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা দেখেছি রোজা আসলে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ খুঁজে কীভাবে আরো টাকা ইনকাম করা যায় এবং এইজন্য আজকে আমরা দেখছি এখানে ভোজ্য তেল উধাও হয়ে গেছে।
ভোজ্য তেল কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। তারা মজুদ করে রেখেছে বিভিন্ন জায়গায় এবং এখানে মার্কেটে শর্ট হওয়ার কারণে দাম বেড়ে গেছে।
“এই দাম বেড়ে যাওয়ার কারণে আমরা এখানে দেখতে চাচ্ছি যে কোথায় কোথায় তারা এগুলো রেখেছে এবং আমরা এই মনিটরিং এর মাধ্যমে শুধু ভোজ্য তেল নয় নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে যাতে সহনীয় পর্যায়ে আনা হয় এ ব্যাপারে আমরা ব্যবসায়ীদেরকে বলছি।
আমরা বলছি প্রত্যেকটা জায়গায় যাতে রেট চার্ট দেওয়া হয় এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় উনার ম্যাজিস্ট্রেট সহ এখানে আছে। যেকোনো সময় যেকোনো জরিমানা এবং তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি কোন ধরনের অসঙ্গতি আমরা দেখি।”
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মোঃ ইসরাফিল জাহান, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার, সুমন মণ্ডল অপু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম প্রমুখ।